
পটুয়াখালীর বাউফলে মেয়ের বাড়িতে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ধলি বিবি (৯০) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২১মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে ৫নং ওয়ার্ডের গাজীর দোকান এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ধলি বিবি ওই গ্রামের মরহুম কাশেম প্যাদার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কবির হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের বাড়ি থেকে একই গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন ভুক্তভোগী। তিনি গাজীর দোকান এলাকায় পৌঁছালে বগি বাজারের দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে কালাইয়ার শাহেদা গফুর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ধলি বেগমের মেয়েরা ছাড়া আপন বলে তেমন কেউ নেই।
এদিকে অভিযোগ উঠেছে, দুর্ঘটনার বিষয়টি পুলিশের কাছে গোপন রাখতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন অভিযুক্ত মোটরসাইকেল চালক ও স্থানীয় ব্যবসায়ী রবিউল গাজী (২৭)। তিনি ওই গ্রামের হারুন গাজীর ছেলে। অদৃশ্য কারণে দুর্ঘটনা সম্পর্কে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি স্থানীয়রা। অনেকটা নিশ্চুপ ভূমিকায় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ। গোপনে লাশ দাফনের চেষ্টা চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনায় নিহতের বিষয়টি পুলিশকে এখনো জানানো হয়নি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।