একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের দেয়া বক্তব্য অগ্রহণযোগ্য উল্লেখ করে তার কাছে এই বক্তব্যের ব্যাখাও চেয়েছে ১৪ দল।
বৃহস্পতিবার রাশেদ খান মেননের কাছে লেখা ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘গত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি বরিশালে যে বক্তব্য প্রদান করেছেন তা নিয়ে ১৪ দলে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন নিয়ে আপনার এই বক্তব্যে কোনভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারার যে অগ্রযাত্রা চলছে, সেই সময়ে আপনার এই অসত্য বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং আপনার এই বক্তব্য ১৪ দলীয় জোটের নির্বাচন সংক্রান্ত ও বিশ্লেষণের সম্পূর্ণ বিপরীত।’
ওই চিঠিতে রাশেদ খান মেননের কাছে নির্বাচন সংক্রান্ত এই বক্তেব্যের ব্যাখা ও বিশ্লেষণ জানতে চাওয়া হয়েছে।