২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ জানুয়ারি মেডিকেল এবং ২৮ ফেব্রুয়ারি ডেন্টাল বা বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর।
তিনি জনান, আগামী বছরের ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা ও ২৮ ফেব্রুয়ারি ডেন্টালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। তবে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, দেশে বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১১০টি মেডিকেল কলেজ আছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। অপরদিকে অটোমেশন পদ্ধতিতে বেসরকারি মেডিকেলগুলো শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়।