মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথের জামিন

টেকনাফে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথ পুলিশের করা মাদক মামলায় জামিন পেয়েছেন। রোববার কক্সবাজারের আদালত এ জামিন মঞ্জুর করেন।

শিপ্রা দেবনাথের আইনজীবী আবুল কালাম আজাদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারী বিবেচনায় মামলার প্রতিবেদন না দেয়া পর্যন্ত তাকে (শিপ্রাকে) জামিন দিয়েছে আদালত। এই মামলায় আটক সিনহার অপর সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের জামিনের শুনানি শেষ, আদেশ কাল।

পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের দুই সহযোগী স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ও চলচ্চিত্রকর্মী সাহেদুল ইসলাম সিফাত এবং শিপ্রা দেবনাথ ঘটনার দিন তার সঙ্গেই ছিলেন।

গত বৃহস্পতিবার বরখাস্ত ওসি প্রদীপসহ ৭ আসামি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্মসমর্পন করেন। মামলার শুনানীতে র‌্যাবের পক্ষে প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ এবং এসআই নন্দ দুলাল রক্ষিতকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকী ৪ জনকে কারাফটকে ২ দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। বাকী ২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে বুধবার নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশীর সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।