সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে গণঅসহযোগ আন্দোলন উৎসাহিত করার অভিযোগে ৬ জন সেলিব্রেটির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মিয়ানমারের সামরিক জান্তা।
এর মধ্যে রয়েছেন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও একজন গায়ক। তারা দোষী সাব্যস্ত হলে দু’বছর পর্যন্ত কারাদ- হতে পারে।
এর জবাবে ফেসবুকে দেয়া পোস্টে অভিনেতা লু মিন বলেছেন, জনগণের ঐক্য দেখে আমি বিস্মিত। মানুষের শক্তি অবশ্যই মানুষের কাছে ফিরে আসবে। এই আন্দোলনে এরই মধ্যে বহু সরকারি অফিস পঙ্গু হয়ে গেছে। তবে সমান তালে চলছে গ্রেপ্তার অভিযান। বর্তমানে এই গ্রেপ্তারের সংখ্যা প্রায় ৫০০।
বুধবার দিনের শেষে নিরাপত্তা রক্ষাকারীরা মিয়ানমারের দ্বিতীয় বৃহৎ শহর মান্দালয়ে রেলওয়ে শ্রমিকদের ওপর গুলি করেছে। তারা আন্দোলনের অংশ হিসেবে রেল চলাচল বন্ধ করে দেয়ার চেষ্টা করেছিলেন। সেখানে গুলিতে একজন আহত হয়েছেন।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে তাকে ও প্রেসিডেন্ট উইন মিন্টকে আটক করার প্রতিবাদে বিক্ষোভ চলছেই মিয়ানমারে। এর মধ্যে বুধবার দেশজুড়ে জরুরি অবস্থা লঙ্ঘন করে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।
১ ফেব্রুয়ারির পর এদিনই সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে সেখানে। বৃহস্পতিবার ইয়াঙ্গুনের প্রধান বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ব্যস্ত জংসনে সমবেত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নির্দেশ দেয়া হয় পুলিশকে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করার কথা শিক্ষার্থীদের।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত