মিথ্যা সংবাদের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিএনপির সংবাদ সম্মেলন

বোরহানউদ্দিন প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি বোরহানউদ্দিন পৌর নেতৃবৃন্দের নামে মিথ্যা মনগড়া ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভোলার বোরহানউদ্দিন পৌর বিএনপি।

মঙ্গলবার বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আকবর পিন্টু স্বাক্ষরিত লিখিত বক্তব্য তিনি বলেন- একটি অনলাইন পোর্টালে পৌর বিএনপির সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ সভাপতি সাইদুর রহমান লিটন, যুগ্ন সম্পাদক ও বাজার কমিটির সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু কে চাদাবাজী হিসেবে উল্লেখ করা হয়। অথচ গত ১৭ বছর আওয়ামী দূ:শাসনে হামলা মামলা ও কারাভোগে নির্যাতিত নেতারা যখন ৫ আগস্টের পর বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এর নির্দ্দেশে সংস্কার ও একটি সুন্দর সমাজ গড়তে মাঠে কাজ করছেন তখন আওয়ামী ফ্যাসিবাদের দোসর হলুদ ও অপসাংবাদিকরা অপপ্রচার চালাতে মরিয়া হয়ে উঠেছে। তারা শান্ত জনপদকে অশাস্ত করার পায়তারা করছে।

সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং প্রকাশিত সংবাদে বিএনপি নেতাদের নামে যে অভিযোগ উন্থাপন করা হয়েছে তা ৭২ ঘন্টার মধ্যে প্রমান করতে পারলে তারা ক্ষমা চাইবেন অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করবে বলে জানানো হয়।
এ সময় পৌর বিএনপির সহ সভাপতি ইউসুফ হোসেন বাচ্চু বশির আহম্মদ,আব্দুর রব হাওলাদার, সাইদুর রহমান লিটন,যুগ্ন সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু, বাছেদ আলম বাচ্চু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান শাহিন,পৌর যুবদলের আহবায়ক হেলালউদ্দিন মুন্সী,যুগ্ন আহবায়ক রাজিব হাওলাদার সদস্য সচিব আবু জাফর মৃধা,পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর,সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ আলী সবুজ, পৌর স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব শিপন হাওলাদার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।