মাসুদ কামালের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন সাহাবুদ্দিন লাল্টু

টকশো, সোশ্যাল মিডিয়ায় সরব থাকা সাংবাদিক মাসুদ কামালের যুক্তিসমূহের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ছাত্রনেতা সাহাবুদ্দিন লাল্টু। তিনি বলেন, মাসুদ কামাল জানেন বিএনপি যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, তত দ্রুতই আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসবে।

এজন্যই মাসুদ কামাল বিএনপি যাতে তাড়াতাড়ি ক্ষমতায় আসে, সেই পরামর্শ দিচ্ছেন। একইসাথে ড. আলী রীয়াজকে বিদেশি নাগরিক বলে মাসুদ কামালের কটাক্ষের জবাবও দিয়েছেন সাহাবুদ্দিন লাল্টু।

ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন লাল্টু এসব কথা বলেন।

তিনি বলেন, মাসুদ কামালের যুক্তিগুলো হলো এমন যুক্তি, যাতে বিএনপি তাড়াতাড়ি ক্ষমতায় আসে। বিএনপিকে উনি ভালোবাসেন, সেজন‍্য কি ক্ষমতায় দেখতে চান? না। সেজন‍্য নয়। তাহলে কি জন‍্য? তাহলে এ জন‍্য যে, মাসুদ কামাল জানেন যত তাড়াতাড়ি বিএনপি ক্ষমতায় আসবে, তত তাড়াতাড়ি আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসবে।

সাহাবুদ্দিন লাল্টু বলেন, তিনি মনে করেন তিনিই শুধু চালাক! যেমন তিনি বলেন, “আলী রীয়াজ বিদেশী নাগরিক। সুতরাং উনি বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হন কেমন করে?” মাসুদ কামালকে জিজ্ঞাসা করা প্রয়োজন তিনি জানেন কি না যে, এই আলী রীয়াজ বছরের পর বছর বাংলাদেশের গণতন্ত্রের জন‍্য লেখালেখি করেছেন। টকশোতে অংশ নিয়েছেন। সেমিনারে বক্তব্য দিয়েছেন। এবারের বিপ্লবেও তার দূর্দান্ত ভূমিকা ছিলো। আর মাসুদ কামাল কি জানেন এক সময় ঢাবির ভিসি সব বিদেশী ছিলেন? তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষ বিশেষ কাজে বিশেষজ্ঞ হায়ার করে কাজ করা হয়? আর শেখ হাসিনা ছাড়া তার পরিবারের সকলেই তো বিদেশী নাগরিক। এই যে জয় এত বছর শেখ হাসিনার প্রযুক্তি উপদেষ্টা ছিলেন, মাসুদ কামাল কোনদিন কি এমন করে কথা বলেছিলেন? জয় তো আমেরিকার নাগরিক ছিলেন তখন। নাকি ছিলেন না? এরকম করে ওনার সবগুলো কথারই জবাব আমি দিতে পারতাম। কিন্তু আমার রুচি কাজ করে না।