মারা গেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, দাবি ইসরাইলের

লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহ গোষ্ঠী প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরাইল। শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এমনটি দাবি করে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরত এবং হাসান নাসরুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। তাদের দাবি, ওই হামলায় হিজবুল্লাহ প্রধান নিহত হয়েছেন। তবে হিজবুল্লাহ গোষ্ঠী হাসান নাসরুল্লাহর মৃত্যু নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এদিকে, ইসরাইলি সেনাদের একের পর এক হামলায় লেবাননের স্থানীয় বাসিন্দারা প্রাণে বাঁচতে এদিক-ওদিক ছোটাছুটি করছেন। এরমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন লাখো লেবাননবাসী। শুক্রবার রাতভর ইসরাইলি হামলায় হত্যার শিকার হয়েছে ছয়জন। আহত হয়েছে প্রায় একশ’জন। এর মধ্যে টানা পাঁচদিনের হামলায় লেবাননে ৭০০ জনের বেশি নিহত হয়েছে। অন্যদিকে, তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েকশ রকেট ও মিসাইল দিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা।