মায়ের সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও থানার সিপাহীবাগের মদন গলিতে মায়ের সঙ্গে অভিমান করে দিনা আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দিনা আক্তারের বাবা দেলোয়ার হোসেন বলেন, সন্ধ্যার পর তার মায়ের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে অভিমান করে। পরে সে সবার অগোচরে বাথরুমে যায়। অনেক সময় হয়ে গেলেও সে বাথরুম থেকে বের না হওয়ায় তাকে ডাকাডাকি করলেও দরজা খুলে না। পরে দরজা ভেঙে দেখি আমার মেয়ে ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।

তিনি বলেন, এরপর তাকে উদ্ধার করে প্রথমে খিদমাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢামেকে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান আমার মেয়ে আর নেই।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। রাতে খিলগাঁও থানায় খবর দেওয়া হয়েছিল। তারা বিষয়টি তদন্ত করছে।