মানিকগঞ্জে শিবিরের থানা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

মোমিনুর রহমান, মানিকগঞ্জঃ

মানিকগঞ্জে দিন ব্যাপী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থানা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫-০২-২৫ তারিখ রোজ (শনিবার) সকাল ৮.০০ ঘটিকায় জেলা সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি মনিরুজ্জামান এর সঞ্চালনায় শহীদ তিতুমীর স্থানীয় একটি অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, কায়েম থাকা দীর্ঘ ফ্যাসিবাদের পর ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ যে নেয়ামত আমাদের দিয়েছেন তার পূর্ণ প্রতিফলন আমাদের ঘটানো প্রয়োজন।আমাদের শহীদদের ত্যাগের নজরানা গুলোকে প্রেরণার উৎস হিসেবে নিয়ে ময়দান পরিচালনায় দক্ষ নাবিকের ভূমিকা পালন করতে হবে।

জেলা সভাপতি বাবুল হোসেন কর্মশালায় ২০২৫ সাংগঠনিক সেশনের কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেন। মাঠে ময়দানে দায়িত্বশীলদের যে নিয়ামত আল্লাহ তায়ালার পক্ষ থেকে পেয়েছেন তার হক আদায় করে কাজে লাগানোর আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবির সাবেক কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ওবাইদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আশরাফুল ইসলাম,জাবির সাবেক সভাপতি আশফাকুজ্জামান,জেলার অফিস সম্পাদক মাহবুবুর রহমান,সাহিত্য মাসুদ রানা,মিডিয়া ও প্রচার সম্পাদক মফিজুর রহমান,দাওয়াহ সম্পাদক আব্দুল মতিন,নব তরঙ্গের পরিচালক আলহাজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।