মোমিনুর রহমান:
মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ সকালে শহীদ স্মৃতিস্তম্ভে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন রাজনৈতিক,সাংস্কৃতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
জেলা বিএনপি ও অংগ সংগঠন বিশাল বিজয় র্যালি নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি এড. আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মোহাম্মদ হারেজ, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের আহ্বায়ক মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাস,অহিদুল ইসলাম বিশ্বাস লোটাস উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা দিনব্যাপী অনুষ্ঠিত বিজয় মেলার উদ্বোধন করেন।জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, খেলাধুলাসহ নানা আয়োজন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত