মো: কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি থেকে : সকল জল্পনা-কল্পনাশেষে মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ের হাসি হাসলেন তবলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম ভূঁইয়া প্রকাশ কাশেম চেয়ারম্যান। গতকাল ৮ মে (বুধবার) অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদ নির্বাচনের এ বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া কৈ মাছ প্রতীক নিয়ে ১৯ হাজার ২’শ ৫ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৮’শ ২১ ভোট।গতকাল মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ সহকারী রিটার্নিং অফিসার মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসান এ ফলাফল ঘোষণা করেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ১২ হাজার ৯’শ ৪১ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক নিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপজেলা সভাপতি মো. জালাল পেয়েছেন ১০ হাজার ৩’শ ১ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে তাইন্দং ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ এর মহিলা বিষয়য়ক সম্পাদক মোছা. আমেনা বেগম ১৯ হাজার ৩’শ ৮২ ভোট পেয়ে জয় লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীক নিয়ে গোমতি ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার মনোয়ারা বেগম পেয়েছেন ১০ হাজার ৯’শ ৭ ভোট।