মধুপুরে হানাদার মুক্ত দিবস উদযাপনে আলোচনা সভা

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় মধুপুর বংশাই নদী বাঁচাও আন্দোলন (প্রস্তাবিত)’র আয়োজনে চারুকলা ইনস্টিটিউটের(৩য় তলায়) মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বংশাই নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক যুগান্তর প্রতিনিধি এসএম শহীদ এতে সভাপতিত্ব করেন।প্রধান অতিথির ব্ক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা এমএ সামাদ। এতে আরো বক্তব্য রাখেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ও ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদীন ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার, জাতীয় নাগরিক কমিটির মধুপুর শাখার সদস্য মো. সবুজ মিয়া প্রমুখ। বক্তাগণ মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করেন এবং মধুপুরের ঐতিহ্যবাহী বংশী নদী দখল মুক্ত করার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

১০ ডিসেম্বর টাঙ্গাইলের ধনবাড়ী-মধুপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনীর দখল থেকে টাঙ্গাইলের ধনবাড়ী-মধুপুরকে মুক্ত করেন। বীর মুক্তিযোদ্ধাগণ স্বাধীন দেশের প্রথম পতাকা উত্তোলন করেন। মানুষ পায় মুক্তির স্বাদ।

১৯৭১ সালের ৯ মাসের যুদ্ধে দেশকে শত্রুমুক্ত করতে ধনবাড়ী-মধুপুরের মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। শেষে ১০ ডিসেম্বর মধুপুর হানাদার মুক্ত হয়।