টাঙ্গাইল প্রতিনিধি:
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে, টাঙ্গাইলের মধুপুরে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ও যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম করছে যুব উন্নয়ন অধিদপ্তর মধুপুর।
১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর মধুপুরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ও ঋণের চেক বিতরণ করা হয়।
এর আগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ঈসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রিফাত আঞ্জুম পিয়া, সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তফা মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, বাংলাদেশ জামায়াত ইসলাম এর মধুপুর পৌরসভার আমির রেজওয়ান উল্লাহ খান, ছাত্রনেতা সবুজ মিয়া, আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, যুব উদ্যোক্তা দেলোয়ার হোসেন, আসমা খাতুন প্রমূখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত