টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আলাদা দুটি ইটের ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ইট ভাটাকেই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
৮ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজারের পাশে দড়িহাতীল গ্রামে স্থাপিত তিতাস ব্রিকস ও একই গ্রামের মধুপুর ব্রিকসে আলাদা আলাদা ভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইট তৈরিতে জ্বালানি হিসাবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে আলাদা দুটি মামলায় মোট ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিল মধুপুর আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল।
এ সময় নির্বাহী বলেন এ জাতীয় অপরাধের জন্য নিয়মিত এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।