ভোলাঃ উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় ‘ভোলা নাগরিক সুরক্ষা পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
বুধবার রাতে ভোলা প্রেসক্লাব ভবনের নিচতলায় কুইন আইল্যান্ড কিচেন চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সমাজসেবা ও কমিউনিটি বিল্ডিংয়ের উদ্দেশ্যে গঠিত এই অরাজনৈতিক সংগঠনের লক্ষ্য স্থানীয়দের জন্য সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।
উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক আ,ন,ম রিয়াজ উদ্দিন, প্রভাষক কামরুল হাসান, ভোলা নাজিউর রহমান কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডক্টর নুরুল হক, সাংবাদিক শিমুল চৌধুরী, বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজের প্রভাষক মোঃ আনোয়ার উদ্দিন, এ রব স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ভোলা আদর্শ একাডেমি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক ফিরোজ মাহমুদ, সাংবাদিক ইব্রাহিম আকতার আকাশ, রিয়াজ হোসেন শান্তসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
সংগঠনের আহ্বায়ক দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক আ,ন,ম রিয়াজ উদ্দিন নতুন এই অরাজনৈতিক সংগঠনের কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন। এর মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা, বিভিন্ন কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক আ,ন,ম রিয়াজ উদ্দিনকে সভাপতি ও সিনিয়র সাংবাদিক শিমুল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত