ভোলায় বিএনপি নেতা জাফরের বাসা থেকে ১৮২ বস্তা চাউল উদ্ধার

ভোলা প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে বিএনপি নেতার বাসা থেকে ১৮২ বস্তা চাউল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী।
আজ উপজেলার চরখলিফা ইউনিয়নের মিঠু হাওলাদারের বাড়ির জাফর হাওলাদারের বাসা থেকে এই চাউল উদ্ধার করা হয়। তবে এই ব্যপারে কামাল নামে একজনকে আটক করলেও ইউনিয়ন বিএনপি নেতা জাফর হাওলাদারকে আটক করতে পারেনি।

সোশ্যাল মিডিয়ায় চাউল উদ্ধারের ভিডিও ভাইরাল হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলতে শোনা যায়, আমি আপনার হেফাজতে রেখে গেলাম। এই ব্যাপারে নেটিজেনরা বলেন, উপজেলা নির্বাহী কথা কার হেফাজত এই চাউল রেখে গেছে?

রাকিব হোসেন আলো কমেন্টে বলেন, আগের অবস্থান আর বর্তমান অবস্থা একই।ঐ যে বলে না শুধু হাত আর লোক পরিবর্তন হয়েছে। চোর কিন্তু আগের স্থানে রয়েছে।
শান্তা সুরাইয়া নামে আরেকজন বলেন, কোন রকম পাতিনেতা হতে পারলেই বাসায় গোডাউন বানাইতে পারতাম।

এ ব্যাপারে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী বলেন, আমরা ১৮২ বস্তা চাউল উদ্ধার করেছি এবং কামাল নামে একজনকে আটক করেছি। ঐ চাউল চরখলিফা ইউনিয়নের সচিবের হেফাজতে রেখেছি ও সিলগালা করে দিয়েছি এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।