টাঙ্গাইল প্রতিনিধি:
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম না হলে আজ আমরা বাংলাদেশের নাগরিক হতাম না। ভাসানীর ঐতিহাসিক ভূমিকা এবং নেতৃত্ব ছাড়া পাকিস্তান হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশও হতো না। এমন ঐতিহ্যপূর্ণ কথাগুলো বলছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।
আজ রোববার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যাপারে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার ন্যাক্কারজনক পতনের প্রধান কারণ হলো,পরপর জনগণকে কয়েকবার ভোট দিতে না দেয়া, মানুষের ভোটাধিকারের প্রতি অসম্মান করার কারণেই তার এমন পরিনতি হয়েছে।
তিনি আরও যোগ করেন, দীর্ঘ সময় ব্যাপী মানুষকে ভোটাধিকারের বাইরে রাখলে এখন যারা ক্ষমতায় আছে তাদের পরিণতি ও ভালো হবে না।
তিনি আরও বলেন, মানুষ খুব আশা করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কিন্তু গত তিন মাসে এমন প্রতিফলন দেখাতে পারেনি। বাজার পরিস্থিতির ঊর্ধ্বগতি এমন হয়েছে যে সাধারণ মানুষ পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারছে না।
মওলানা ভাসানী সম্পর্কে আবেগাপ্লুত হয়ে কাদের সিদ্দিকী বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন পীরে কামেল অলি ফোনের বন্ধু এই উপমহাদেশে খুব আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখেন।
অন্তবর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় যারা ছিলেন তাদের জন্য যেমন ছিল না আজ যারা ক্ষমতায় এসেছেন এজন্য মানুষের কথা চিন্তা করে মানুষকে সম্মান করুন সম্মান করুন যাদের এই দেশের জন্য যথাযথ সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন। যাতে মানুষের মঙ্গল হয়।
এ সময় বঙ্গবীরের সাথে উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ বিভিন্ন স্তরের নেতারা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত