ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চাই।

‎‎সোমবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

‎‎তিনি বলেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভারতীয় প্রভাবমুক্ত একটা নির্বাচন। গত ১৬ বছরে আমরা দেখেছি বাহিরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এমন হবে না এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সামনের নির্বাচনটি অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে।

‎‎এ সময় দলের নিবন্ধন বিষয়েও কথা বলেন তিনি।তাসমিয়া প্রধান বলেন, আমাদের দলীয় নিবন্ধন গত ফ্যাসিবাদ সরকার বাতিল করে দিয়েছিলেন। হাইকোর্ট থেকে আমাদের শুনানি শেষে নিবন্ধন ফিরিয়ে দিয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন। আমাদের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়টি আমরা প্রধান নির্বাচন কমিশনকে জানিয়েছি।

‎‎এ সময় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান আরও বলেন, আমরা বৈঠকে সিইসিকে বলেছি, আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

‎‎সেই সঙ্গে নির্বাচন কমিশন যদি কোন কারণে আপিল করেন সে বিষয় আমরা আইনগত মোকাবিলা করব।

‎‎এর আগে, গত ১৯ মার্চ, রাজনৈতিক দল হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন হাই কোর্ট।