বৈষম্যবিরোধী ছাত্রনেতার হাত ভেঙে দিল যুবদল নেতা

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা অনিক সরকারের ওপর হামলার অভিযোগ উঠেছে পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ শিপলু ও তার কর্মী মনির বিরুদ্ধে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বঙ্গজল রাজবাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী আহত অনিক সরকার বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বঙ্গজ্বল মোড় থেকে রাজবাড়ির সামনে একটি খড়ির আড়তে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলাম। এক সময় বন্ধুরা চলে গেলে আমি একা বসে ছিলাম। এসময় মোটরসাইকেলযোগে যুবদল নেতা শিবলু ও তার সহযোগী মনি এসে পাশে খড়ির আড়ৎ থেকে দুজন লাঠি নিয়ে আমার ওপর এলোপাতাড়ি মারপিট শুরু করে। আমার মাথা লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করতে চাইলে আমি ডান হাত দিয়ে বাঁধা দেয়। এতে লাঠির আঘাতে আমার ডান হাতের হাড় ভেঙে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা আমাকে ফেলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমার সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই। আমার বাড়ির পাশে তাদের বাড়ি, প্রতিদিন দেখা হয়। কখনেও তো কিছু বলেনি। হঠাৎ করে কাল আমার ওপর হামলা চালায়। আমার মনে হয়, অন্য কেউ তাদের দিয়ে আমার ওপর হামলা করেছে। আমি বর্তমানে বাড়িতে রয়েছি। বিকেলে থানায় গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। আমার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা শিপলুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। আজ সকালে একটি অভিযোগ দায়ের কথা ছিল। কিন্তু কেউ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।