
পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন বিএনপিও অঙ্গ সংগঠনের সহযোগিতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান’র সুস্বাস্থ্য কামনায় আবু সাইদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রসঙ্গে দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ বেল্লাল হোসেন বেপারী, সিনিয়র সহসভাপতি আবুল শিয়ালী,নাজিম উদ্দিন হানিফ, যুবদল নেতা আরিফুল ইসলাম মোকসেত, মমিন বেপারী, ফিরোজ গাজী, সবুজ জোমাদ্দার, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার, সদস্য সচিব মাহাবুব, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সহসাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা কর্মী। উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপি’র সভাপতি বেল্লাল হোসেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় করেন, পরে দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।