হেলাল উদ্দিন, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে লবণ মাঠে ‘মাটি চাপা দেওয়া এক যুবকের মরদেহ বৃষ্টির পানিতে ভেসে উঠেছে; পরে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত পরিচয়ের মৃতদেহটি উদ্ধার করেছে।
সোমবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বুচিংগ্যা পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
নিহতের আনুমানিক বয়স ৩০ বছর বলে তথ্য দিলেও তার নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীদের ধারণার তথ্য দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত যুবককে হত্যার পর মাটি চাপা দেওয়া হয়। কিন্তু গত তিনদিনের মুষলধারে বৃষ্টিতে মাটি সরে গিয়ে মরদেহটি ভেসে উঠে।
ওসি ওসমান গনি বলেন, সোমবার দুপুরে লবণের মাঠে আধা মাটি চাপা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে কালো রঙের প্যান্ট ও শার্ট রয়েছে। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
ওসি বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যার পর মরদেহ মাটির চাপা দেয় দুর্বৃত্তরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত