শাকিব খানের দুই প্রাক্তন ঘরনী এবার বিচারকের ভূমিকায় সামনে এলেন। সন্তানদের নিয়ে ব্যস্ত থাকলেও তারা কাজটা ঠিকঠাক সামলে নেন। বছর শেষে নতুন পরিচয়ে মেলে ধরেছেন দুজনই। একটি অনুষ্ঠানের বিচারক হিসেবে দেখা গেছে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। এদিকে বাদ রইলেন না শবনম বুবলীও। তিনিও হাজির হচ্ছেন বিচারকের নতুন দায়িত্ব নিয়ে।
অনুষ্ঠিত হয়ে গেল রিয়েলিটি শো মুমতাজ মেহেদি ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস-২০২৪’ এর গ্র্যান্ড ফিনালে। এবারে ছিল প্রতিযোগিতার চতুর্থ আসর। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাছাড়া আরও ছিলেন চিত্রনয়াক জয় চৌধুরী, মডেল ও কোরিওগ্রাফার মারিয়া কিসপোট্রা, নাট্য নির্মাতা নাজনীন খান, মিডিয়া ব্যক্তিত্ব ও এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম মাহমুদ হাসান, মডেল নুসরাত এবং নাট্যকার রাজীব মনি দাস।
দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে ধরতে এই আয়োজন করে স্টার মাল্টিমিডিয়া। এই রিয়েলিটি শো’র মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিতদের চিত্রনাট্য তৈরি, অভিনয়, আবৃত্তি, নাচ-গান, র্যাম্প শো, বিভিন্ন বিষয়ে প্রত্যেককে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। যাতে করে প্রতিযোগিতায় বিজয়ীরা যাতে ভালো কিছু করতে পারে।
এদিকে অভিনেত্রী থেকে বিচারক হলেন শবনম বুবলী। ‘মমতাজ সিক্রেট বিউটি এক্সপার্ট’ অনুষ্ঠানে বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বুবলী। অভিনেত্রী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৮ নভেম্বর গ্র্যান্ড ফিনালে পর্বটির রেকর্ডিং সম্পন্ন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রধান দুই বিচারক বিউটিসিয়ান কানিজ আলমাস খান ও হেয়ার স্টাইলিস্ট কাজী কামরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইশা খান।
নতুন এই পরিচয় নিয়ে বুবলী বলেন, ‘যে কোনো মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করাটা খুব চ্যালেঞ্জের। কারণ সেখানে যারা অংশ নেন সবাই মেধাবী। তাদের মধ্য থেকে চুলচেরা বিশ্লেষণ করে কাউকে বিজয়ী করা কঠিন। তবে এই দায়িত্বটা সম্মানেরও। আমি খুব এনজয় করেছি।’
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। এরপর শাকিব খান জুটি বাঁধেন বুবলীর সঙ্গে। তবে এখন দুজনই অতীত। অতীত হলেও দুই জনের ঘরেই শাকিবের ফুটফুটে দুটি পুত্র সন্তান রয়েছে। অপু বিশ্বাসের ঘরে রয়েছে আব্রাম খান জয়, অন্যদিকে বুবলীর সংসারে শেহজাদ খান বীর। দুই সন্তানের প্রতিই যথাযথ দায়িত্ব পালন করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।