প্রধান বিচারপতি এবং আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিদের ভাতা বাড়ানোর দুটি বিল রোববার (২৮ নভেম্বর) সংসদে পাস হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (বেতন ও সুযোগ-সুবিধা) আইন ২০২১’, এবং ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) আইন ২০২১’, বিল দুটি সংসদে উত্থাপন করেন। এরপর সংসদে দুটি বিলই কণ্ঠভোটে পাস হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (বেতন ও সুযোগ-সুবিধা) আইন ২০২১ বিদ্যমান ১৯৭৮ সালের অধ্যাদেশের বদলে প্রতিস্থাপিত হবে। আর বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) আইন ২০২১ বিদ্যমান ১৯৭৬ সালের অধ্যাদেশের বদলে প্রতিস্থাপিত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত