বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আ স ম হান্নান শাহর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে বিএনপি ও আ স ম হান্নান শাহ স্মৃতি পরিষদ আলোচনা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
কর্মসূচির মধ্যে সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামে হান্নান শাহর সমাধিতে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করবে।
হান্নান শাহর স্মরণে একটি ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
হান্নান শাহ স্মৃতি পরিষদ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের ব্যবস্থা করবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রয়াত নেতার অবদানের কথা স্মরণ করে এক বিবৃতি দিয়েছেন।
হান্নান শাহ ৭৭ বছর বয়সে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।
বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে ১৯৮১ সালে অবসর নিয়ে হান্নান শাহ ১৯৮৩ সালে বিএনপিতে যোগ দেন এবং ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার সদস্য হন। তিনি গাজীপুর-৪ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত