হেলাল উদ্দিন, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে পায়রা নামের বাসের ধাক্কায় দুইজন রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের লেদা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত দুই রোহিঙ্গা শিশু হলেন, রোহিঙ্গা ক্যাম্প-২৫এর ডি-২৬ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৫) ও সালেহ আহমেদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৮)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, কক্সবাজার- টেকনাফগামী পায়রা নামের একটি বাস দ্রুত গতিতে আসতে দেখা যায়। এসময় লেদা ব্রিজের পাশে দুইজন রোহিঙ্গা শিশু রাস্তা পার হওয়ার চেষ্টা করলে তখন দ্রুত গতিতে আসা বাসটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই শিশু নিহত হয়। বাসটি পর্যটকবাহী ছিল।
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, আমরা খবর পেয়েছি, ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম গেছে।