বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮১তম দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার ক্যাডেট হিসেবে ৭ ফিলিস্তিনি প্রশিক্ষণ সমাপ্তি শেষে কমিশন লাভ করেছেন। দীর্ঘ মেয়াদী এই কোর্সে ৯৫ জন বাংলাদেশি, সাতজন ফিলিস্তিনি এবং একজন শ্রীলঙ্কান ক্যাডেট কমিশন লাভ করেন।
গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের সালাম গ্রহণ করেন।
৮১তম দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কৃতি ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক সেনাবাহিনী হিসেবে গড়ে তুলেছে বর্তমান সরকার। বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন ক্যাডেটদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষকে সেবা দেয়ারও আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত