
মোমিনুর রহমান, মানিকগঞ্জঃ জাতীয় ইমাম সমিতি মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার(০৮-০৩-২০২৫) সকাল ৯ ঘটিকায় মাওলানা আব্দুল আওয়াল এর উপস্থাপনায় মানিকগঞ্জ জেলা পরিষদ ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার এডিসি জেনারেল আতিকুল মামুন।
এতে প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর মো: আব্দুল্লাহেল বাকী।
এ ছারা আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান,বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাতীয় পুরুষ্কার প্রাপ্ত ক্বারী মাওলানা মুহাম্মাদ মুরাদ হোসাইন। সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফেজ ফয়জুল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের টেইনার মাওলানা আশরাফুল ইসলাম।পৌরসভার সভাপতি হাফেজ মাওলানা ওয়াদুদ,সদর থানা সভাপতি মাওলানা হারেছ উদ্দিন, দৌলতপুর থানা সভাপতি মাওলানা নজরুল ইসলাম,সাটুরিয়া থানা সভাপতি মাওলানা আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেছেন, রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অপরিসীম। রোজার বিধান দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য, গুনাহ বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উপযোগী হওয়া,নিজেকে পরিশুদ্ধ করার জন্য। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে আর এ কোরআন মানবজাতির জন্য পথের দিশা,সৎপথের সুস্পষ্ট নিদর্শন, হক বাতিলের পার্থক্যকারী।
রোজার মাসে শুরুতে আল্লাহ্ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন,জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা সহজ হয়। নেক কাজে অগ্রগামী হতে পারে।
আল্লাহ্ তাআলা পবিত্র কালামের অনেক জায়গায় শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করেছেন।তিনি আরও বলেছেন, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে চায় মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করা, মদ জুয়ায় নিমগ্ন করা, মিথ্যা বলায় উদ্বুদ্ধ করা, এককথায় খারাপ কাজে জড়িয়ে দেওয়া। তাই শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে।