বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। তাই এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার বিএসএমএমইউ’র জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোলাম দস্তগীর গাজী বর্তমানে রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হকের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া জানিয়েছেন: গোলাম দস্তগীর গাজী করোনা ভাইরাসে আক্রান্ত নন। উদ্বেগের কোনো কারণ নেই। তিনি বুকে ব্যথা এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।