ফিলিস্তিনের গাজায় ওষুধ, খাবার বা টাকা পাঠাতে পারেন আপনিও

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার কথা বিশ্ব ইতোমধ্যেই জেনে গেছে। জাতিসংঘ বা ওআইসি ফিলিস্তিনের নারী, শিশুসহ মানুষদের ওপর বোমা হামলা বন্ধে ব্যবস্থা নিতে পারেনি। মানবাধিকার সংগঠন এমনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, গাজায় আবাসিক ভবনে বোমা হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল।

এমন অবস্থায় ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের বোমা হামলার শিকার মুসলমান নারী, শিশুসহ ক্ষতিগ্রস্থ সবার এখন ওষুধ এবং খাবারসহ সহায়তা প্রয়োজন। ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাস এ সংক্রান্ত অনুদান তুলছে। সেখানে আপনিও উপহার দিতে দিতে পারেন।

ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের ‌‘নগদ’ এবং ‘উপায়’ মার্চেন্ট একাউন্টে সহায়তা পাঠাতে পারেন। দূতাবাসের অফিসিয়াল মার্চেন্ট একাউন্ট নাম্বার: 01937791254

এছাড়া ফিলিস্তিন দূতাবাসের ব্যাংক একাউন্টেও টাকা পাঠাতে পারেন। তাদের ব্যাংক এড্রেস হলো:

Bank Name: United Commercial Bank Limited

Account Name: Embassy of the State of Palestine, Dhaka

Account No: 0951301000001836

Routing No: 245261738

Branch: corporate branch

SWIFT: UCBLBDDHGAB

ফিলিস্তিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে উপহার চেয়ে দেওয়া পোস্ট: https://www.facebook.com/palestinembassydhaka/posts/791795464811946

এছাড়া প্রিয়দেশ নিউজের মাধ্যমেও ওষুধ বা খাবার ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে পৌঁছানো যাবে।

‘এসব সহায়তা গাজায় পৌঁছাবে কিনা বা কিভাবে সেখানে পৌঁছাবে’ এমন প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছেন, হ্যাঁ- এ অনুদান গাজায় পৌঁছাবে। আমরা এখান থেকে অনুদানগুলো মিশরে পাঠিয়ে দেবো। মিশর থেকে আমাদের সেখানকার হামাস সরকারের ভাইয়েরা অনুদানগুলো গাজায় নিয়ে যাবে এবং ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করবে।