অন্তবর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে বিএনপি আশাহত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৮ নভেম্বর) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বিএনপি মহসসচিব এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে আমরা আশাহত হয়েছি। কারণ, আমাদের ধারণা ছিল, তিনি ১০০ দিন পূর্তি উপলক্ষে নির্বাচনের রুপরেখা নিয়ে কথা বলবেন। কিন্তু এমনটি হয়নি।
অন্তর্বর্তী সরকারের শততম দিন পার করায় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেয়া ভাষণের সমালোচনা করে তিনি বলেন, সংস্কার নির্বাচিত সরকার করবে। সবার কাছে গ্রহণযোগ্যতা থাকে এমনভাবে এগিয়ে যান।
এই সরকার বেশিদিন থাকলে সমস্যা বাড়বে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য গতকাল জাতির উদ্দেশে ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি। আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত