বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের সরকার গঠন করলে প্রধানমন্ত্রীসহ কোনো ব্যক্তি যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সেমিনারে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, "আমরা নিশ্চিত করতে চাই, বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচারি হয়ে ক্ষমতার অপব্যবহার করতে না পারে।"
তারেক রহমান বলেন, "আমরা চাই, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি স্তরে এমন ব্যবস্থা হবে, যাতে কেউ আইনের ঊর্ধ্বে না থাকে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে আমরা দেশে প্রতিটি নাগরিকের মতামত ও স্বাধীনতা নিশ্চিত করবো। মানবাধিকার, মানবাধিকার কর্মী, সমাজকর্মী ও সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষা দেওয়া হবে।"
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তারেক রহমান বলেন, "আমাদের লক্ষ্য এমন রাষ্ট্র গড়া, যেখানে ইউটিউব, ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মে নিজের ভাবনা প্রকাশ করার কারণে কাউকে হেনস্তা করা না হয়, এবং সরকার কাউকে মিথ্যা তথ্য প্রচারে বাধ্য করবে না।"
তিনি আরও বলেন, "আমরা দেশে গুম, খুন ও ভয়াবহ পরিস্থিতির সংস্কৃতি নির্মূল করবো, যা গত ১৬ বছরে সরকার চালু করেছে।"
লেকশোর হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে '৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা' শীর্ষক বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি বলেন, "বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায়, যাতে কেউ পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রী না হতে পারে।"
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত