পঞ্চগড় পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নারী মেয়র নির্বাচিত হয়েছেন। বিজয়ী ওই মেয়রের নাম জাকিয়া খাতুন।
তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১২০৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানে রশীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪৭৫ ভোট। জাগপা প্রার্থী শাহরিয়ার আলম বিপ্লব হুক্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৮ ভোট।
সোমবার রাত সাড়ে ৭ টার সময় জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষ থেকে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আলমগীর।
অন্যদিকে ৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল (উটপাখি), মাজেদুর রহমান (পাঞ্জাবী), আরিফ হোসেন (গাজর), হামিদুর রহমান (উটপাখি), আব্দুল্লাহ্ আল মামুন (পাঞ্জাবী), লুৎফর রহমান (পাঞ্জাবী) ও আশরাফুল (টেবিল ল্যাম্প)। এদিকে নারী কাউন্সিলর নির্বাচীত হয়েছেন বিউটি বেগম (জবা ফুল), এলিনা আক্তার (আনারস) ও রেহেনা বেগম (চশমা)।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত