পাহাড়ের উন্নয়নের ধারাবাহিকতা পার্বত্য চুক্তির ফসল: পার্বত্য প্রতিমন্ত্রী

মোহাম্মদ কেফায়েত উল্লাহ
পাহাড়ের উন্নয়নের যে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পাদিত পার্বত্য শান্তি চুক্তির ফসল বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল এগারোটার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়াম এর ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি – বাঙ্গালি সবার শান্তির জন্য পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বর্তমান সরকারই করেছিলো। এ চুক্তি বাস্তবায়নে সকলে আন্তরিক হতে হবে। সবাইকে মনে রাখতে হবে, পাহাড়ে পর্যটন, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের যে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিরই অংশ। এ সময় সরকারের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন তরান্বিত করতে সকলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

প্রধান অতিথি আরও বলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গঠনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ কাজ করে যাচ্ছেন। তার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের আয় বৃদ্ধি পেয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে জনসংযোগ কর্মকর্তা চিংহ্লামং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তাধর।