
আজ পবিত্র ঈদুল ফিতর। ঈদ মোবারক! সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। একমাস সিয়াম সাধনার পর মুমিন মুসলমান ঈদগাহে যেতে উদগ্রিব হয়ে আছে।
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে প্রথম ঈদ এটি। এ কারণে অনেকের মধ্যে আনন্দ-বেদনা বিরাজ করছে। যারা দীর্ঘদিন ধরে বাড়িতে ঈদগাহে যেতে পারেননি তারা এবার প্রকাশ্যে ঈদ করবেন। আবার যারা একটানা ১৫ বছর নির্বিঘ্নে ঈদ করেছেন এবারের পরিবেশ তাদের জন্য একটু অন্যরকম।
ঈদুল ফিতর মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র করে আজ বিকেল থেকেই শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য অগণন মুসলিম আকাশ পানে চেয়ে থাকেন। চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার পর পুরো দেশ উৎসবে মেতেছে।
চাঁদ রাতে উদযাপিত হচ্ছে ভিন্ন আমেজের উৎসব। ধনী গরীব সকলে যে যার সাধ্যমতো শেষ প্রস্তুতি সারছেন।
এবারও যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল আটটায় প্রথম ও সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় জামাত হবে কেন্দ্রীয় ঈদগাহে।
এক মাস সিয়াম সাধনার পর ঈদের খুশি ভাগাভাগি করতে একসঙ্গে নামাজ আদায় করতে সবাই শামিল হবেন স্ব স্ব এলাকার ঈদগাহে। দু’রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে মুসল্লিরা কোলাকুলি করবেন একে অপরের সঙ্গে। দোয়া ও মোনাজাতে শরিক হবেন মুসলিম জাহানের উন্নতি ও সমৃদ্ধি কামনায়।
ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য সর্বজনীন ধর্মীয় উৎসব। ধনী-দরিদ্র, ছোট-বড়, শাসক-শাসিত, আবালবৃদ্ধবণিতা সবার জন্য ঈদের আনন্দ যেন সমান ও ব্যাপক হয়, ইসলামের বিধান সেটি।
ঈদকে কেন্দ্র করে ঘরে ঘরে নানা ধরনের খাদ্যসামগ্রী তৈরির তোড়জোড় শুরু হয়েছে। সেমাই খাওয়ার ঈদ বলে প্রচলিত এ ঈদে সেমাইয়ের সাথে থাকে ফিরনি, পিঠা, পায়েস, কোরমা, পোলাওসহ সুস্বাদু সব খাবার। হাসপাতাল ও এতিমখানায়ও বিশেষ খাবারের আয়োজন থাকে। এদিকে,কাপড়চোপড়-জুতার মার্কেটে চলছে শেষ সময়ের কেনাকাটার ধুম। তীব্র গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ গভীর রাত পর্যন্ত মার্কেটে অবস্থান করছে। রাতের শহরকে মনে হচ্ছে দিনের কেনাকাটা! শেষ সময়ের ভিড় কাঁচাবাজারসহ মাংস, মুরগি, মশলা ও পোলাওর চালের দোকানগুলোতে ক্রেতায় ঠাসাঠাসি।
অপরদিকে, ঈদের আনন্দ পরিবারের সদস্যদের সাথে ভাগাভাগি করতে শহর থেকে লাখ লাখ মানুষ ফিরেছেন নাড়িপোতা গ্রামের দিকে। অনেকে এখনো পথে। আর এ কারণে পথেঘাটে বিড়ম্বনা সহ্য করতে হচ্ছে তাদের। তারপরও গ্রামে যাওয়ার আনন্দ! বিশেষ করে দাদি বাড়ি, নানি বাড়ি যাওয়ার আনন্দ শিশুদের কাছে কোটি টাকার সমান। তবে, এবার নতুন নোটের আনন্দ খানিকটা ম্লান হচ্ছে। ব্যাংক কোনো নতুন নোট সরবরাহ করেনি।
তারপরও থেমে নেই নতুন নোটের কেনাবেচা। যশোরে ২০০০ টাকার নতুন নোট নিতে অতিরিক্ত দিতে হয়েছে আরও এক হাজার টাকা। মোট কথা দু’ হাজার টাকা বিক্রি হয়েছে তিন হাজারে।
ঈদুল ফিতর বিশ্বের বিভিন্ন এলাকায় বৈচিত্র্যময় সংস্কৃতির ভেতর দিয়ে উদযাপিত হয়। ঈদের মূল আনুষ্ঠানিকতা এক হলেও ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গড়ে উঠেছে নান্দনিক বৈচিত্র্য।
সৌদি আরবে সূর্য ওঠার একটু পরেই ঈদের নামাজ আদায় করা হয়। সাদা জুব্বার সঙ্গে আরবের ঐতিহ্যবাহী আবায়া পরিধান করতে দেখা যায় তাদের।
প্রিয়জনদের সঙ্গে ‘আল্লাহ আমাদের ও তোমাদের ভালো কাজগুলো কবুল করুন’ বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। বাড়ির দরজায় অসহায়দের জন্য রাখা হয় শুকনো খাবারের প্যাকেট। ছোটদের ঈদি দেওয়া এবং নানা স্বাদের খাবার রান্নার প্রচলনও রয়েছে সেখানে।
এ বছর ঈদুল ফিতর উপলক্ষে যশোরের আট উপজেলার ১০৬টি গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। এর বাইরে বিভিন্ন গ্রামের মসজিদ এবং ঈদগাহেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওন জানিয়েছেন, সদর উপজেলায় ৪১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায় প্রথম ও সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় জামাত হবে, জেলা মডেল মসজিদে প্রথম জামাত সাড়ে আটটায়, দ্বিতীয় জামাত সাড়ে নয়টায়, রেল বাজার জামে মসজিদ প্রথম জামাত সাতটায় ও দ্বিতীয় জামাত সাড়ে আটটায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদে আটটায়, কারবালা জামে মসজিদে প্রথম জামাত সোয়া সাতটা ও দ্বিতীয় জামাত নয়টায়, ওয়াপদা কলোনি জামে মসজিদ সাড়ে সাতটায়, কোতোয়ালি জামে মসজিদে সাড়ে সাতটায়, আশ্রম রোড বায়তুল মামুর জামে মসজিদে প্রথম জামাত আটটায় ও দ্বিতীয় জামাত নয়টায়, রেল রোড আল-মসজিদুল আকসায় আটটায়, বারান্দিপাড়া ২ নম্বর কলোনি জামে মসজিদে সকাল আটটায়, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে প্রথম জামাত সাড়ে সাতটা, দ্বিতীয় জামাত সাড়ে আটটায়, সম্মিলনী স্কুল জামে মসজিদে সাড়ে আটটায়, সদর হাসপাতাল জামে মসজিদে আটটায়, সদর উপজেলা পরিষদ জামে মসজিদে আটটায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে আটটায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত আটটায় ও দ্বিতীয় জামাত সাড়ে নয়টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে আটটায়, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহে আটটায়, মারকাজ মসজিদ সাড়ে আটটায়, ইছালী কেন্দ্রীয় ঈদগাহে আটটায়, রূপদিয়া কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে আটটায়, তালবাড়িয়া মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, এড়েন্দা বায়তুস সালাম জামে মসজিদ ঈদগাহে সকাল সাড়ে আটটায়, বসুন্দিয়া বায়তুস সালাত মসজিদ কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে আটটায়, জয়ান্তা কেন্দ্রীয় ঈদগাহে আটটায়, শাহাবাজপুর কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে আটটায়, দেয়াড়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে সাতটায়, আবাদ কচুয়া আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহে সাড়ে সাতটায়, পুরাতন কসবা ঢাকা ব্রিজ সংলঘ্ন ঈদগাহে সাড়ে সাতটায়, আবাদ কচুয়া হাইস্কুল ঈদগাহে সাড়ে আটটায়, চুড়ামনকাটি, ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহে আটটায়, দাইতলা কেন্দ্রীয় ঈদগাহে আটটায়, বিজয়নগর ঈদগাহে আটটায়, ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা ময়দানে নয়টায়, কোদালিয়া কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে আটটায়, নারাঙ্গালী কেন্দ্রীয় ঈদগাহে আটটায়, শংকরপুর গোলপাতা জামে মসজিদে সাড়ে সাতটায়, নরেন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহে আটটায়, মুনসেফপুর কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে আটটায়, আবাদ কচুয়া কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কেশবপুর উপজেলায় ১২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল নয়টায়, আলতাপোল ঈদগাহে আটটায়, মজিদপুর ঈদগাহে সাড়ে আটটায়, সাবদিয়া ঈদগাহে আটটায়, মধ্যকুল ঈদগাহে আটটায়, ভোগতি ঈদগাহে সাড়ে সাতটায়, নতুন মূলগ্রাম ঈদগাহে আটটায়, মূলগ্রাম ঈদগাহে সাড়ে আটটায়, বাইসা ঈদগাহে সাড়ে আটটায়, নুড়ীতলা ঈদগাহে নয়টায়, কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহে আটটায় ও মজিদপুর কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে।
চৌগাছা উপজেলায় ১১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে চৌগাছা কামিল মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, উপজেলা শাহী মসজিদ ঈদগাহে সকাল আটটায়, ইছাপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, স্বরুপদাহ ঈদগাহে সকাল সাড়ে আটটায়, সলুয়া বাজার ঈদগাহে সকাল আটটায়, সিংঝুলি ঈদগাহে সকাল সাড়ে আটটায়, ফুলসারা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, পাতিবিলা ঈদগাহে সকাল আটটায়, পুড়াপাড়া ঈদগাহে সকাল আটটায়, নারায়নপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায় এবং হাকিমপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঝিকরগাছা উপজেলায় ছয়টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে ঝিকরগাছা বি এম হাই স্কুল ময়দানে সকাল আটটায়, কাটাখাল ঈদগাহে সকাল আটটায়, কায়েম কোলা বাজার ঈদগাহ সকাল আটটায়, বাকড়া জে. কে হাইস্কুল ঈদগাহে সকাল আটটায়, মাটিকুমড়া স্কুল ঈদগাহে সকাল আটটায় এবং বাইশা স্কুল ঈদগাহে সকাল আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে।
মণিরামপুর উপজেলায় ১২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে কমলাপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, হাকাবো ঈদগাহে সকাল আটটায়, হাকাবো কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, মণিরামপুর ফাজিল মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, জয়নগর ঈদগাহে সকাল আটটায়, মহাদেবপুর জুড়ান ঈদগাহে সকাল সাড়ে আটটায়, দূর্গাপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, স্বরপদাহ ঈদগাহে সকাল আটটায়, বাধঘাটা ঈদগাহে সকাল আটটায়, বিজয়রামপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, মণিরামপুর থানা ঈদগাহে সকাল সাড়ে আটটায় এবং জুড়ান ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বাঘারপাড়া উপেজলায় ১৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে দোহাকুলা বাজার ঈদগাহে সকাল সোয়া আটটায়, সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা ঈদগাহে সকাল আটটায়, দয়ারামপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, নারিকেল বাড়িয়া ঈদগাহে সকাল আটটায়, রায়পুর ঈদগাহে সকাল আটটায়, খাজুরা বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল সোয়া আটটায়, ভাটার আমতলা ঈদগাহে সকাল আটটায়, মহিরন পীরবাড়ী ঈদগাহে সকাল সাড়ে আটটায়, চাড়াভিটা বাজার ঈদগাহে সকাল সাড়ে আটটায়, জামদিয়া বাজার ঈদগাহে সকাল সাড়ে আটটায়, ছাতিয়ানতলা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, বাঘারপাড়া মহিউসসুন্না ঈদগাহে সকাল সাড়ে আটটায়, বেতালপাড়া ঈদগাহে সকাল পৌঁনে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অভয়নগর উপজেলায় ছয়টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে নওয়াপাড়া শংকরপাশা হাইস্কুল মাঠে সকাল আটটায়, নওয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, পায়রা মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, গাজিপুর রউফিয়া কামিল মাদ্রাসা সকাল আটটায়, রাজঘাট হাইস্কুল মাঠে সকাল সাড়ে আটটায় এবং পীর বাড়ি ঈদগাহে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
শার্শা উপজেলায় পাঁচটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে শার্শা কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, নাভারণ কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, উলাশি কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, বাগআঁচড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায় ও বেনাপোল বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।