আহমেদ শরীফ রনি, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জ থানা পুলিশ ২৬ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলো- মোঃ বেলাল মিয়া (৫০), মোঃ জামাল মিয়া (৩৫), মোঃ ফিরোজ আহাম্মেদ (২২), মোঃ শাকিল মিয়া (২২), মোঃ ইকবাল মিয়া (১৮)।
পুলিশ জানায়, ২৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ তাজুল ইসলাম, মোহনগঞ্জ থানা, নেত্রকোণা এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল মোহনগঞ্জ পৌরসভাস্থ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামীদের গ্রেফতার করে।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে নেত্রকোনায় মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা। তারই ধারাবাহিকতায় মোহনগঞ্জ থানা পুলিশ ২৬ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।