প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের নিয়োগদানের জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে নিম্নোল্লিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হলো।
কমিটির সদস্যরা হলেন:
(ক) বিচারপতি ওবায়দুল হাসান, আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, সভাপতি
(খ) বিচারপতি এস এম কুদ্দুস জামান, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, সদস্য
(গ) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সদস্য
(ঘ) চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সদস্য
(ঙ) মুহাম্মদ ছহুল হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার, সদস্য
(চ) অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, কথাসাহিত্যিক, সদস্য
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’
মোতাবেক দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত