নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি যে দায়িত্ব অর্পণ করেছেন, সেই অর্পিত দায়িত্ব নিরপেক্ষ ও যথাযথভাবে পালন করবেন বলে জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।
শনিবার সার্চ কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।
সার্চ কমিটির প্রধান বলেন, রাষ্ট্রপতি জাতির পক্ষ থেকে যে দায়িত্ব আমার ও সার্চ কমিটির ওপর অর্পণ করেছেন, আমি চেষ্টা করব আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করতে। এই দায়িত্ব পালনকালে সার্চ কমিটির অন্যান্য সদস্য যারা আছেন, তাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি যোগাযোগ করব।
বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমি ক্যাবিনেট সচিবকে অনুরোধ করব সবার সঙ্গে যোগাযোগ করে আজ-কালের মধ্যে সুবিধাজনক সময়ে আমাদের একসাথে বসার ব্যবস্থা করার। কারণ টার্মস অব রেফারেন্স কী আছে, কীভাবে কাজ করতে হবে, সম্ভবত এগুলো আমাদের আলোচনা করেই ঠিক করতে হবে।
তিনি জানান, অতীতের সার্চ কমিটিতে একবার তার কাজ করার সুযোগ হয়েছিল। সেই কমিটির প্রধান ছিলেন বিচারপতি সৈয়দ মাহফুজ হোসেন। সেই অভিজ্ঞতার আলোকে সব সদস্যের সহযোগিতায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আশা প্রকাশ করেন সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
নিরপেক্ষতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে কোনো কিছুই চ্যালেঞ্জ নয় বলে মনে করেন এই বিচারপতি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত