মোমিনুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্বল ও সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও জীবিকার সুযোগ তৈরীর লক্ষ্যে মানিকগঞ্জের এনপিআইতে "স্থানীয় পর্যায়ে সুরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি ও স্বয়ংক্রিয় মেশিন দক্ষতার সাথে ব্যাবহার করে কর্মসংস্থান সৃষ্টি" প্রকল্প শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউএনডিপি'র বাস্তবায়নে প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে(এনপিআই) প্রকল্পটির কার্যক্রম শুরুর অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ইঞ্জিনিয়ার ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিআই এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনপিআইইউবি এর রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র শিকদার, ইউএনডিপি এর প্রতিনিধি নাদিম হোসেন, ইউএনডিপি এর ট্রেইনার মো. নুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে পদ্মা উৎপাদনমূখী সমবায় সমিতি লিঃ এর সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত কর্মসূচিতে ৪০জন নারীর দক্ষতা উন্নয়ন ও সাবলম্বী করার লক্ষ্যে জরুরী সময়ে পিপিই উৎপাদন ও বস্র তৈরী বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত