প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৭ জন। এর আগে গতকাল (শুক্রবার) ৬ জনের মৃত্যু এবং ৪ হাজার ৩৭৮ জন রোগী শনাক্ত হয়েছিলো।
শনিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ২৮টি নমুনা। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৪ জন।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩৬ জনের। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন।
নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগের ৪ জন। বরিশালে ১ ও সিলেটে ২ জন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত