করোনাভাইরাস দিন দিন যে ভালোভাবেই আঘাত হানছে, তা দৃশ্যমান। এরমধ্যেই দেশে এ রোগে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪১৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৮ জন।
এছাড়া এই সময়ে আক্রান্তদের মধ্যে আরও পাঁচজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪১৬। এই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে।
অন্যদিকে করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৩১০ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখের বেশি মানুষ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত