
ঢাকা কলেজে অধ্যয়নরত ভোলার বোরহানউদ্দিন উপজেলার শিক্ষার্থীদের সংগঠন দীপাঞ্চলের কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফারহান শামীম।
নবনির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দীপাঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরিচালক মোঃ আল আমিন, উপদেষ্টা মোঃ রিপন মোল্লা, মোঃ আকবার হোসাইন এবং মোঃ মাকসুদ উল্লাহ।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি, ফাহাদ হাওলাদার, তারেক ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, মোঃ শাহরিয়ার বাঁধন, মোঃ কাউসার হোসাইন, সাংগঠনিক সম্পাদক সিপাহী আহমেদ নাসিম, সহ-সাংগঠনিক সম্পাদক এ আর হামিম রাকিন, প্রচার সম্পাদক হাসিব আহমেদ তুষার, দপ্তর সম্পাদক মারুফ খাঁন বর্ন, কার্যনির্বাহী সদস্য সদস্য জাহিদ হাসান এবং মিয়াজি মোহাম্মদ সোহেল।