শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে প্রথমে অস্বীকৃতি জানালেও শেষ পর্যন্ত আন্দোলনের মুখে নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন বাস মালিকরা। ঢাকা মহানগরে বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার থেকে এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ আজ মঙ্গলবার এ ঘোষণা দেন।
খন্দকার এনায়েত উল্যাহ আরও জানান, সাপ্তাহিক, সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটির দিনসহ অন্যান্য ছুটির দিনে অর্ধেক ভাড়ার সুবিধা থাকবে না। এ ছাড়া সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ধেক ভাড়া নেওয়া হবে।
তবে এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের কাছে ছবিযুক্ত আইডি কার্ড থাকতে হবে। এ ছাড়া, ঢাকার মেট্রোর বাইরে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে না বলেও জানান তিনি।
এর আগে ঢাকা মহানগরে বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকরের জন্য মালিক সমিতির সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দলের এক যৌথসভা শেষে এ তথ্য জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত