বোমা আতংকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ওই ফ্লাইটে বোমা রয়েছে— এমন সন্দেহে বুধবার দিবাগত রাতে জরুরি অবতরণের পর উড়োজাহাজটিকে তল্লাশি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উড়োজাহাজটি ঘিরে রেখেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, উড়োজাহাজের বোমা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। মধ্যরাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে। রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন-চারটি গাড়ি বিমানবন্দরে যায়। ফায়ার সার্ভিসের গাড়িগুলো বিমানবন্দরের গেটে অবস্থান করছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা জানান, যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে। উড়োজাহাজে তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত বোমা বা বিস্ফোরক কোনও কিছু পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার আব্দুল মান্নান বলেন, আমরা এরকম একটি খবর পেয়ে বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছি। আমরা স্ট্যান্ডবাই আছি, প্রয়োজন হলেই মুভ করবো।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত