ঢাকায় আসছেন জন কেরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা সফরে আসছেন। আগামী ৯ এপ্রিল কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আসবেন তিনি। মূলত আগামী ২২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু সম্মেলন নিয়ে আলোচনা করতে জন কেরির এই সফর।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘জন কেরি ৫ থেকে ৬ ঘণ্টার জন্য ঢাকা সফরে আসবেন। উনি মূলত জলবায়ু সম্মেলন নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে আসবেন। আমরা তাকে স্বাগত জানাই। উনি আগেই জানিয়েছিলেন যে, বাংলাদেশে আসবেন।’

আগামী ২২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শীর্ষ জলবায়ু সম্মেলনের আয়োজন করেছেন। করোনাভাইরাসের কারণে সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে।

জন কেরির এই সফরে জলবায়ু ছাড়া অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা হবে কি না- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনের আয়োজন করেছেন, তিনি আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন; আমরা সেটাতে জয়েন করবো। যেহেতু আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) চেয়ার, আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের হয়ে রিপ্রেজেন্ট করি, জন কেরি এসে আমাদের সঙ্গে আলাপ করবেন। এটা আমাদের জন্য সুযোগ। সম্মেলনে আমরা কোন বিষয়গুলো তুলে ধরব সেটা ওনার সঙ্গে আলাপ করা যাবে।’

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র সফর করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সেই সফরে জন কেরির সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেসময় ঢাকার সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করার আগ্রহের কথা জানায় ওয়াশিংটন।

গত ২৭ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন জন কেরি। সেই ফোনালাপে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কীভাবে একযোগে কাজ কাজ করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।