ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৭ হাজার ২২৭ জনে দাঁড়িয়েছে। তবে এসময়ে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রোববার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২১ জন নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
এ বছর মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ডিসেম্বরে ৩৮২ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, জুনে ২৭২ জন এবং মে মাসে হাসপাতালে ভর্তি হন ৪৩ জন ডেঙ্গুরোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯৮ জনের মধ্যে নভেম্বর মাসে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে মারা গেছেন ১২ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ২১৬ জন এবং ঢাকা বাইরে বিভিন্ন অঞ্চলে ৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত