যশোরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে একটি প্রাইভেট হাসপাতাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওই রোগী ডেঙ্গুতে মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যশোর সদরে অবস্থিত কুইন্স প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে একটি সেনা টহলদল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মৃত রোগীর নাম প্লাবন (২১)। তিনি যশোর সদরের ওসমান বিশ্বাসের ছেলে।
জানা যায়, প্লাবন ডেঙ্গু জ্বর নিয়ে প্রথমে সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে আজ বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য কুইন্স হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু এদিন সন্ধ্যার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রোগীর স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। পরে তারা হাসপাতালের বিভিন্ন কাউন্টার ও কয়েকটি অফিস কক্ষ ভাঙচুর করেন। পরবর্তীতে একটি সেনা টহলদল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত