ঠাকুরগাঁওয়ে আজ নতুন করে ১৪ জন করোনা রোগী শনাক্ত

ঠাকুরগাঁয়ের নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪ জন এর ফলে আগের রিপোর্ট সহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৯২ জন।

ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন প্রিয়দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ১৪ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সদর উপজেলায়-৬ জন, বালিয়াডাঙ্গীতে-৩ জন,রাণীশংকৈলে-৪ জন এবং হরিপুরে-১ জন।

উল্লেখ্য যে,হরিপুর উপজেলার রহমতপুর বড়দহগাঁও নিবাসী ৪৭ বছর বয়সী একজন পুরুষ করোনা সংক্রমিত রোগী রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেছেন। তিনি ডায়াবেটিস এবং ব্রংকিয়াল অ্যাজমা রোগে ভুগছিলেন।

পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৯৯২ জন,যাদের মধ্যে ৫৭৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ১৯ জন।

তিনি বলেন করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।