হেলাল উদ্দিন: কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত এলাকা থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার বিকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন কাটাবুনিয়া সুইসগেইটের দক্ষিণ পাশ থেকে এ কঙ্কালটি উদ্ধার করা হয়েছে বলে এ তথ্যটি নিশ্চিত করেছেন নৌ পুলিশের পরিদর্শক ওসি তপন কুমার বিশ্বাস।
তিনি জানান, কঙ্কালটি জোয়ারের পানিতে ভাসতে ভাসতে কুলে উঠে আসলে স্থানীয় লোকজন দেখতে পায়। স্থানীয় লোকজন টেকনাফ নৌ পুলিশ ফাঁড়িকে অবগত করেছে। নৌ পুলিশ কঙ্কালটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কঙ্কালটি ১০-১৫ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। বয়স শনাক্ত করা সম্ভব হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত