হেলাল উদ্দিন, টেকনাফ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
বাহারছড়া ইউনিয়নের শীলখালি রেঞ্জ কর্মকর্তা শাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, ফজরের নামাজের পর কোনার পাড়ার মো. হোসেনের ভিটাবাড়িতে আগুন দেখা যায়। সেখানে গিয়ে দেখা যায় এক হাতি ছটপট করছে। কিছুক্ষণ পর হাতির মৃত্যু হয়। বনবিভাগে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। হাতিটির অনুমানিক বয়স (২৫) হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি পুরুষ হাতি ছিল।
রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প বসতির কারণে ধ্বংস হয়ে গেছে পাহাড়ের সবুজ অরণ্য। নষ্ট হয়ে গেছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য। এতে করে দেখা দেয় পাহাড়ি জীব জন্তুর খাদ্য সংকট। খাদ্যের সন্ধানে পাহাড়ি জীবজন্তু পাহাড়ের পাদদেশে বেরিয়ে আসলে তাদের জীবনে নেমে আসে অশনি সংকেত। এসব থেকে উত্তরণের জন্য রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন জরুরি হয়ে পড়েছে।
শীলখালি রেঞ্জ কর্মকর্তা শাফিউল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট দিয়ে বন্যহাতিটিকে মারা হয়েছে বলে জানা গেছে। মৃত হাতির ময়নাতদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত